ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

খেলাফত মজলিসের নায়েবে আমির সাখাওয়াত হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, মার্চ ১০, ২০১৮
খেলাফত মজলিসের নায়েবে আমির সাখাওয়াত হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন

খুলনা: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১০ মার্চ) দুপুরে শারীরিক দুর্বলতা, ডায়াবেটিক বৃদ্ধি ও উচ্চরক্তচাপের কারণে তাকে খুলনা মহানগরীর বেসরকারি কিওর হোম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার মেঝ ছেলে আসাদুল্লাহ ফারুকী।

আসাদুল্লাহ ফারুকী জানান, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. এস এম কামাল এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. শওকত আলী লস্করের বিশেষ তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।