ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকা থেকে অপহৃত শিশু জয়পুরহাটে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০২, মার্চ ১০, ২০১৮
 ঢাকা থেকে অপহৃত শিশু জয়পুরহাটে উদ্ধার

জয়পুরহাট: ঢাকা থেকে অপহৃত ৬ মাসের শিশু সুমাইয়াকে জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর হঠাৎপাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নাছিমা নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।

জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মোমিনুল হক জানান, ঢাকার দক্ষিণ খান থানার চালাবন মৌশাইল এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন জয়পুরহাটের জিতারপুর গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নাছিমা।

এ সময় পাশের বাড়ির কাঁচামাল ব্যবসায়ী আজিজুর রহমানের পরিবারের সঙ্গে নাছিমার সখ্যতা গড়ে ওঠে।

আর এরই সুযোগে শুক্রবার (৯ মার্চ) রাতে শিশু সুমাইয়াকে চুরি করে জয়পুরহাটে নিয়ে আসেন তিনি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার সময় জয়পুরহাটের জিতারপুর গ্রামের হটাৎপাড়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় ঢাকার দক্ষিণ খান থানায় একটি অপহরণ মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।