প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রজ্ঞাপনে তার চুক্তির মেয়াদ আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মনির হায়দারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আগের চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
সিনিয়র সাংবাদিক মনির হায়দার চলতি বছরের ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ পান।
এমআইএইচ/আরবি