ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

টেকনাফে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
টেকনাফে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

কক্সবাজার: টেকনাফ উপজেলার সাবরাংয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দু'জন। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে সাবরাংয়ের নূর আহমদ চেয়ারম্যান টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত তিনজন হলেন- টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়া পাড়ার নুরুল আলমের ছেলে মাহাবুবুর রহমান মাবু, সাবরাং আছারবনিয়া এলাকার আব্দুল জলিল প্রকাশ জুলুর ছেলে মোহাম্মদ ইসমাইল, টেকনাফ সদরের মৌলভী পাড়ার মোহাম্মদ হেলাল।

 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে দ্রুতগতির প্রাইভেটকারটি সড়কের টেক (বাঁক) অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কারটি দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যান। আহত হন আরো দু’জন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ