ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

আক্কেলপুরে মাটিচাপা পড়ে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
আক্কেলপুরে মাটিচাপা পড়ে কিশোর নিহত

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তা এলাকায় একটি ইটভাটায় মাটিচাপা পড়ে জনি মণ্ডল (১৪) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে। জনি ওই উপজেলার আবাদপুর গ্রামের ছায়ের মণ্ডলের ছেলে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, জনি স্থানীয় ভানুর কান্দা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। অভাবের তাড়নায় আজই প্রথম সে স্থানীয় ব্যবসায়ী স্বপন আকন্দের মালিকানাধীন ইটভাটায় শ্রমিক হিসেবে যোগদান করে।

সন্ধ্যার দিকে মাটি কাটার কাজ করছিল সে। হঠাৎ মাটি সড়াতে গিয়ে স্তুপের নিচে পড়ে যায় জনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ