ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

বিমা সেবায় উন্নতির তাগিদ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
বিমা সেবায় উন্নতির তাগিদ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সেমিনারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকসহ অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশে বিমা সেবার উন্নতির ওপর জোর দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। তিনি বলেছেন, বিশ্বের প্রায় সব দেশে সরকারি কর্মীদের স্বাস্থ্য বিমা রয়েছে, বাংলাদেশেও এমন সেবা দরকার।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা প্রণয়ন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমরা যাদের জন্য স্বাস্থ্য বিমা করবো, তাদের পাওয়ার নিশ্চয়তা আছে কি-না তা বুঝতে হবে।

এখানে আপনারা সেবা দেবেন এবং কর্মীরা আশ্বস্ত হবে কি-না, সেটা নিয়ে ভাবতে হবে। তবে ব্যক্তিগতভাবে বিমা নিয়ে আমার অভিজ্ঞতা ভালো না হলেও আমি বিমার পক্ষে।

বিমা করার ক্ষেত্রে শর্তগুলো সহজ করার পরামর্শ দেন ইসমত আরা। প্রতিমন্ত্রী বলেন, সব কর্মচারী একইভাবে দক্ষ নন, তাই তাদের বোঝার জন্য বিমার চুক্তিগুলো সহজে বুঝিয়ে দেওয়া দরকার।

সেমিনারের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ১৪ লাখ কর্মচারীর স্বাস্থ্য বিমার বিষয়টি ভাবার সঙ্গে সঙ্গে দেশের ১৬ কোটি মানুষের বিমার কথাও আমাদের ভাবতে হবে। আমাদের পক্ষ থেকে পলিসি ডিসিশন হলো, স্বাস্থ্য বিমা করা হবে। তবে প্রশ্ন হলো এই স্বাস্থ্য বিমা কে করবে তা নির্ধারণ করতে হবে।

কর্মচারী কল্যাণ বোর্ড বিমা পরিচালনা করতে পারে বলে ধারণা দেন ড. মোজাম্মেল হক খান। তিনি বলেন, বিমার টাকা সঠিক সময়ে পেয়েছে, এমন উদাহরণ আমার কাছে নেই। তবে বিমার টাকা পায়নি এমন অভিযোগ ভুরি ভুরি।  

তারপরও এটি এখন অপরিহার্য হয়ে পড়েছে উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, এসব প্রতিবন্ধকতার মাঝেও আমাদের এগিয়ে যেতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।