ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বিরলে ২ ভটভটির সংঘর্ষে ব্যবসায়ী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বিরলে ২ ভটভটির সংঘর্ষে ব্যবসায়ী নিহত 

দিনাজপুর: দিনাজপুর বিরল উপজেলার জামতলি এলাকায় দু’টি ভটভটির মুখোমুখি সংঘর্ষে মো. রফিউদ্দিন (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিরল-কাহারোল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। রফিউদ্দিন উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।

বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে বিরল থেকে কাহারোল হাটে ভটভটি করে গরু নিয়ে যাচ্ছিলেন রফিউদ্দিন। পথে জামতলি এলাকায় বিপরীত দিক থেকে অপর একটি ভটভটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রফিউদ্দিনের মারা যান।

এ ঘটনায় থানায় একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।