ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

ছেলের অপরাধে বাবাকে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, ফেব্রুয়ারি ১০, ২০১৮
ছেলের অপরাধে বাবাকে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা ছেলের অপরাধে বাবাকে বেঁধে নির্যাতনের ছবি

কক্সবাজার: ছেলের অপরাধে বাবাকে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কামরুল ইসলাম রুবেলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার চৌফলদন্ডী ইউপি বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ছৈয়দ নূর। তিনি একই এলাকার মৃত আবদুর করিমের ছেলে।

 

এরআগে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল হিন্দু পাড়ায় ঘটনাটি ঘটে।  
 
পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালায় ছৈয়দ নূরের সৌদি আরবে অবস্থানরত ছেলে হারুনর রশিদ। এতে ক্ষিপ্ত হয়ে হারুনর রশিদকে না পেয়ে তার বাবার ওপর নির্যাতন চালায় রুবেল ও তার বন্ধুরা। এসময় নির্যাতনের ছবি ফেসবুকে আপলোড করেন তারা।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ১৯।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাঈন উদ্দিন বাংলানিউজকে বলেন, উদ্দেশ্যে প্রণোদিতভাবে মারধরের দায়ে অভিযুক্ত রুবেলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

** অভিযোগ ছেলের বিরুদ্ধে, বাবাকে বেঁধে নির্যাতন 

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।