ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

পটুয়াখালীতে পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, জানুয়ারি ৩১, ২০১৮
পটুয়াখালীতে পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালী জেলার দুই উপজেলায় পৃথক ঘটনায় একটি শিশু ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে কলাপাড়া উপজেলা ও রাঙ্গাবালী উপজেলায় এসব ঘটনা ঘটে।

জানা যায়, ‍দুপুরে কলাপাড়া উপজেলার চাকাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

সুমাইয়া ওই গ্রামের মো. আল আমিন হাওলাদারের মেয়ে।

অপরদিকে, রাঙ্গাবালী উপজেলায় ছোটবাইশদিয়া ইউনিয়নের ভূইয়ার হাওলা গ্রামে মামুন মোল্লা (১৩) নামে এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে।  

মামুন ওই গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে ও একই ইউনিয়নের সাজির হাওলা আকবাড়িয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

ওই কিশোরের পরিবারের বরাত দিয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বাংলানিউজকে জানান, মাদ্রাসায় যাওয়ার পথে মামুন অসুস্থ হয়ে পড়লে সে তার অভিভাবককে জানায়। এরপর তাকে হাসাপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তবে সে বিষপান করে অাত্মহত্যা করেছে কি না তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শারিরীক কোনো অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময় : ২০১৫ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।