ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, জানুয়ারি ৩১, ২০১৮
দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খাঁন মেনন / ছবি: বাংলানিউজ

বরিশাল: সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খাঁন মেনন বলেছেন, শিক্ষার পাসের হার ও একাডেমিক ভবন বাড়ালেই হবে না, শিক্ষার গুনগত মান বাড়াতে হবে।

এজন্য অভিভাবক-শিক্ষকসহ সবাইকে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় নানান উন্নয়ন সাধিত হচ্ছে। আর সামগ্রিক উন্নয়নের পাশে দেশে নারীর ক্ষমতায়ন বাড়ছে।

বুধবার (৩১ জানুয়ারি ) বরিশালের উজিরপুর উপজেলার মশাং মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার।  

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির নেতা অধ্যাপক নজরুল হক নিলু, ফিরোজ খান, দেলোয়ার মাস্টার, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, অ্যাডভোকেট মইনুদ্দিন বাদল।  

এর পূর্বে কালবিলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন সমাজকল্যাণ মন্ত্রী।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।