ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

শেরপুরে রেললাইন স্থাপনের দাবিতে শতপদী যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, জানুয়ারি ৩১, ২০১৮
শেরপুরে রেললাইন স্থাপনের দাবিতে শতপদী যাত্রা শতপদী যাত্রা

শেরপুর: শেরপুর জেলা সদরকে অন্তর্ভুক্ত করে শেরপুরে রেললাইন স্থাপনের দাবিতে ব্যতিক্রমী ‘শতপদী পদযাত্রা’ শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণিল ‘শতপদী পদযাত্রা’ শুরু হয়।

নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটি আয়োজিত এ পদযাত্রায় রেললাইনের দাবির সমর্থনে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন।

পদযাত্রাটি শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি হস্তান্তর করে।

এরআগে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের জমায়েতে শেরপুর জেলা সদরকে অন্তর্ভুক্ত করে শেরপুরে দ্রুত রেললাইন স্থাপনের দাবিতে সহমত প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এসময় জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. একেএম রিয়াজুল হাসান, ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, ডা. সেকান্দার আলী কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম মুকুল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।