ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

‘মেয়র আঙ্কেল রাস্তায় পা‌নি জমে থাকে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, জানুয়ারি ৩১, ২০১৮
‘মেয়র আঙ্কেল রাস্তায় পা‌নি জমে থাকে’ ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে মেয়র সাইদ খোকনকে প্রশ্ন করে শিশু দীপুময় দাস। ছবি: বাংলানিউজ

ঢাকা: জনপ্র‌তি‌নি‌ধি জনতার কথা শুনবেন সেটাই স্বাভা‌বিক, কিন্তু ছোট্ট শিশুর কথা শুনে যখন ত‌ড়িৎ সমাধান দেন তাতে সবার দৃ‌ষ্টি আকর্ষণ হবেই। ঠিক এমন ঘটনাই ঘটলো রাজধানীর সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে।

বুধবার (৩১ জানুয়া‌রি) দুপুরে জনতার মুখোমু‌খি অনুষ্ঠানে প্রথমেই মাইক্রোফোন হাতে নিলো ছোট্ট শিশু দীপুময় দাস।  

মাইক্রোফোন হাতে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনকে উদ্দেশে করে বলে, ‘মেয়র আঙ্কেল ১৬ সিদ্বেশ্বরী রাস্তায় সব সময় পা‌নি জমে থাকে, সঙ্গে ময়লা আর যানজটে আ‌মি স্কুলে যেতে পা‌রি না।

আমার এই রাস্তা ঠিক করে দেবেন?’

‌মেয়র সঙ্গে সঙ্গে তার কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বলেন, কবে ঠিক করে দেবেন? পাশে থাকা অ‌তি‌রিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, পরশু ঠিক করে দেবো। এরপর মেয়র বলেন, তোমার রাস্তা পরশু ঠিক করে তোমার কাছে একটা ছ‌বি পা‌ঠিয়ে দেবো।

রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করছেন সংশ্লিষ্ট ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল।

** কোনো নাগরিকের গায়ে আঁচড় লাগলে কাউকে ছাড় দেবো না

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়া‌রি ৩১, ২০১৮
এসএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।