ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

পদ্মা সেতুর মূল কাজের অগ্রগতি ৫৬ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, জানুয়ারি ২০, ২০১৮
পদ্মা সেতুর মূল কাজের অগ্রগতি ৫৬ শতাংশ

মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- পদ্মা সেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলেছে। পদ্মা সেতু এখন স্বপ্নের সীমানা পেরিয়ে। এ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সর্বাধিক অগ্রগতি ৫১ দশমিক ৫ শতাংশ ও মূল কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা সেতু প্রকল্প এলাকায় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী ৪/৫ দিনের মধ্যে দ্বিতীয় স্প্যান বসবে।

মাওয়া প্রান্তে আরো ১০টি স্প্যানের সাপ্লিমেন্টারির কাজ চলছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ এখন দৃশ্যমান। খুব আনপ্রেডিক্টেবল সেতু এটি। নিচে যে সয়েল কন্ডিশন সেটা পরিমাপ করা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু আমাদের এক্সপার্টরা তাও করে দেখাচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) শরিফুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে ০২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা সেতু এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।