ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, ডিসেম্বর ১৬, ২০১৭
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার

ঢাকা: বিজয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে ফুল ও উপহার হিসেবে মিষ্টি, ফলমূল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শেরেবাংলা নগরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে প্রধানমন্ত্রী এসব উপহার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।