ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইল এসপি পার্কের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, ডিসেম্বর ৪, ২০১৭
টাঙ্গাইল এসপি পার্কের উদ্বোধন টাঙ্গাইল এসপি পার্কের উদ্বোধন

টাঙ্গাইল: টাঙ্গাইলে এসপি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক প্রধান অতিথি হিসেবে এ পার্কের উদ্বোধন করেন।

শহরের পুলিশ লাইন্সের সামনে লৌহজং নদীর তীরে পার্কটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- পুলিশ নারী কল্যাণ সংস্থার সভাপতি বেগম শামসুন্নাহার রহমান, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান, জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন, পুলিশ সুপার মাহবুব আলম, পৌরসভার মেয়র জামিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনের পর অতিথিরা পার্কটি ঘুরে দেখেন। এ উপলক্ষে সন্ধ্যায় লেজার শো, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল শহরের পুলিশ লাইন্সের বিপরীত দিকে লৌহজং নদের তীরে ছিলো অবৈধ স্থাপনা। সেখানো গড়ে ওঠা বস্তিতে বিক্রি হতো মাদক। অপরাধীদের আনাগোনার কারণে সাধারণ মানুষ সন্ধ্যার পর ওই এলাকায় যেতো না। গত বছর টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম সেখানে একটি পার্ক গড়ে তোলার উদ্যোগ নেন। স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। পরে নদী খনন ও তীর বাঁধাই করে গড়ে তোলা হয় পার্কটি। পুলিশ লাইন্স মোড় থেকে জেলা কারাগার পর্যন্ত নদীর দু’তীর দিয়ে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে এ পার্কটি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।