ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

দক্ষিণ এশিয়া নারী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, নভেম্বর ৩০, ২০১৭
দক্ষিণ এশিয়া নারী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন দক্ষিণ এশিয়া নারী দিবসে মোমবাতি হাতে নারীরা

খাগড়াছড়ি: দক্ষিণ এশিয়া নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে     র্যালি, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক খাগড়াছড়ি জেলা শাখা।

‘নারীর প্রতি বৈষম্য বঞ্চনা, নির্যাতন এর বিরুদ্ধে সংহতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় টাউন হল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার নারী নেটওয়ার্ক এর চট্টগ্রাম অঞ্চলের প্রাক্তন সভাপতি ইন্দ্রা দেবী চাকমা।


 
উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক এর কেন্দ্রীয় সদস্য নমিতা চাকমার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মিনুচিং মারমা সাংবাদিক অপু দত্ত।
 
বক্তারা নারীর প্রতি সহিংসতা, বৈষম্য বন্ধে সরকারকে স্বোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারীদের স্বাভাবিক জীবনযাপনের নিরাপত্তা, সমান অধিকার নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
 
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।