ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, নভেম্বর ৩০, ২০১৭
সৈয়দপুরে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ডোবা থেকে সজীব (৯) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে সৈয়দপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিয়ামতপুর এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

সজীব একই এলাকার মনসুর আলীর ছেলে।

সে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, ২৬ নভেম্বর স্থানীয় রূপসী বাংলা রেস্তোরাঁর কাছে একটি অনুষ্ঠানে গিয়ে সজীব নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় ও তাদের বাড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, শিশুটি প্রতিবন্ধী হওয়ার কারণে ডোবার পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।