ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

শান্তিচুক্তির ২ দশক পূর্তিতে বান্দরবানে শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪১, নভেম্বর ৩০, ২০১৭
শান্তিচুক্তির ২ দশক পূর্তিতে বান্দরবানে শোভাযাত্রা শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে বান্দরবানে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত মো. শওকত আলী, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জোন কামান্ডার লে. কর্নেল মশিউর রহমান জুয়েল, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং হ্নৈ চিং প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

পরে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে জেলা প্রশাসন চত্বরের সম্প্রীতির মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয। সভা শেষে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।