ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে ১২ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৪, নভেম্বর ৩০, ২০১৭
মেহেরপুরে ১২ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

মেহেরপুর: মেহেরপুরে ১২ কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৭/৩ এস পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। ইসমাইলের বাড়ি সদর উপজেলার শ্যামপুর গ্রামে।

বিজিবির রংমহল বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস বাংলানিউজকে জানান, সীমান্তের রংমহল এলাকা দিয়ে গাঁজা পার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১২ কেজি গাঁজাসহ ইসমাইলকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।