ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় দুই তরুণীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, নভেম্বর ২৯, ২০১৭
ফতুল্লায় দুই তরুণীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুই তরুণী। তাদের একজন গৃহবধূ ও অন্যজন গার্মেন্টস্‌কর্মী।

তারা হলেন- এনায়েতনগর মুসলিমপাড়া এলাকার সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রংমিস্ত্রি রাসেল মিয়ার স্ত্রী লামিয়া আক্তার (১৯) ও বক্তাবলী এলাকার মতিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস্‌কর্মী ফাতেমা আক্তার (২০)।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ লামিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আর ফাতেমার মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, দু’টি আত্মহত্যার ঘটনাই পারিবারিক কলহে ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।