ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাবি শিক্ষার্থীসহ আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৫, নভেম্বর ২১, ২০১৭
প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাবি শিক্ষার্থীসহ আটক ৯

ঢাকা: ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির ঘটনায় মূলহোতা তনয় ও আকাশসহ ৯ জনকে আটক করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। আটকদের মধ্যে সাতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক তনয় ও আকাশ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরাসরি জড়িত। তারা দু’জন প্রশ্ন ফাঁসের ডিভাইস সরবরাহ করতেন। তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীও ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসজেএ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।