ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৫, নভেম্বর ২১, ২০১৭
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের পলি কাদোয়া গ্রামে ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। লাভলী বেগম ওই গ্রামের মাবুদ হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শোবার ঘরে খাটের নিচে সারা বছর খাবারের জন্য আলু রাখেন ওই দম্পত্তি। কিন্তু দিনের পর দিন সেই আলুগুলো ইঁদুরে নিয়ে যায়। আর এই আলু রক্ষার জন্য তারা সিদ্ধান্ত নেন ইঁদুরের গর্তে বৈদ্যুতিক তার দিয়ে রাখবেন।

যেমন চিন্তা, তেমনই কাজ। রাতে ইঁদুরের গর্তে বৈদ্যুতিক তার ঢুকিয়ে দিয়ে মাবুদ হোসেন দোকানে চলে যান। ভোরে তিনি দোকান থেকে বাসায় ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। পরে বিষয়টি জানাজানি হয়।

আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানুর আলম সাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।