ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়লো বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৮, নভেম্বর ২১, ২০১৭
গাজীপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়লো বাস

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় মশার কয়েল থেকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান জানান, রাজেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে ওই বাসটি দাঁড় করিয়ে রেখে মশার কয়েল জ্বালিয়ে চালক ও হেলপার বাসের ভিতর ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে ওই কয়েল থেকে বাসের মধ্যে আগুন লেগে যায়।

এসময়  চালক ও হেলপার বাস থেকে বেরিয়ে চিৎকার শুরু করে রোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই বাসের সামনের অংশ ও গ্লাস পুড়ে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭     
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।