ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

এলিফ্যান্ট রোডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, নভেম্বর ২০, ২০১৭
এলিফ্যান্ট রোডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুকুর আলী (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল  এলাকায় ঘটনাটি ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী ফারুক হোসেন জানান, জামালপুর জেলায় শুকুরের বাড়ি। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া এলাকায় থাকতো। বাটা সিগন্যালের পাশে একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলো তারা। পাইলিংয়ের খুঁটি খোলার সময় পাশের বিদ্যুতের তারের উপর পড়ে যায় খুঁটি। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয় শুকুর।

গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৬টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।