ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহতদের বিনামূল্যে চিকিৎসা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৪, জুলাই ২২, ২০২৫
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহতদের বিনামূল্যে চিকিৎসা মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার।  

সোমবার (২১ জুলাই) রাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

এতে বলা হয়, সব বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। যে কোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে এ নির্দেশনা দেওয়া হলো।

সোমবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ায় এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

আরকেআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।