ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরে ধান কাটাকে কেন্দ্র করে কৃষক নিহত, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, নভেম্বর ২০, ২০১৭
পার্বতীপুরে ধান কাটাকে কেন্দ্র করে কৃষক নিহত, আটক ৩

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুস সালাম (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হরিহরপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সোমবার সন্ধ্যায় নিহতের ছেলে আবু সাঈদ বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।  

আটক ব্যক্তিরা হলেন-আজিজুল হক মোল্লা, ইসমাইল মোল্লা ও আবু বক্কর মোল্লা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার হরিহরপুর বালুপাড়া গ্রামের কৃষক আব্দুস সালামের সঙ্গে তার চাচা ইসতিয়াক হোসেন গংদের জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। সকাল সাড়ে ৭টার দিকে ইসতিয়াক হোসেন ও তার লোকজন জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছিল। এসময় বাধা দিতে গেলে তারা আব্দুস সালামকে বেধম মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে আবু সাঈদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।