ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাতারাতি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, নভেম্বর ২০, ২০১৭
রাতারাতি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব না সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা: কানাডায় পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ৩টায় সচিবালয়ে কানাডার হাইকমিশনার বেনয়েট প্রিফন্টেইনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা আজও আলোচনা করেছি।

কানাডার পক্ষে আইনি কিছু জটিলতার কথা আমাদের বলা হয়েছে। কানাডা আইনগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী।

আনিসুল হক বলেন, আমরা বলেছি যেহেতু সে (নূর চৌধুরী) আত্মস্বীকৃত খুনি এবং জাতির জনকের হত্যাকারী হিসেবে দেশের সর্বোচ্চ আদালতে শাস্তিপ্রাপ্ত। তাই তাকে সবসময় ফিরিয়ে দেওয়ার দাবি আমরা করে যাব।  

রাতারাতি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব না উল্লেখ করে মন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।