ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে বিএ পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, নভেম্বর ২০, ২০১৭
জয়পুরহাটে বিএ পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ইছুয়া নওপাড়ার একটি গাছ থেকে ওয়ায়েছ কুরুনী সজিব নামে এক বিএ পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার (২০ নভেম্বর) বেলা ১১টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

সজিব ওই গ্রামের এনামুল হকের ছেলে।

তিনি জয়পুরহাট সরকারি কলেজের বিএ পরীক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার পাশের পল্লীবালা বাজারের একটি কম্পিউটারের দোকানে যান সজিব। এরপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি। রাতে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকালে গ্রামের একটি পুকুর পাড়ের গাছে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।  

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোমিনুল হক বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।