ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ভিক্ষা ছেড়ে ব্যবসায় বৃদ্ধ তোফায়েল

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, নভেম্বর ২০, ২০১৭
ভিক্ষা ছেড়ে ব্যবসায় বৃদ্ধ তোফায়েল ভিক্ষা ছেড়ে ব্যবসা করার জন্য সামগ্রী ও টাকা পেয়ে খুব খুশি বৃদ্ধা তোফায়েল আহম্মেদ- ছবি: বাংলানিউজ

যশোর: প্রতি রাতের মতো যশোর কালেক্টরেট পুকুর পাড়ের বেঞ্চে ঘুমিয়েছিলেন ষাটোর্ধ্ব তোফায়েল আহম্মেদ। রাত পেরিয়ে ঘড়ির কাঁটায় সকাল ৯টা গড়িয়েছে। রোদ এসে পড়েছে শরীরের ওপর, তবুও ক্লান্তির শরীরে ঘুমে আচ্ছন্ন বৃদ্ধ তোফায়েলের।

সোমবার (২০ নভেম্বর) স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক মাজেদুর রহমান খান অফিসে ঢুকতে তার দৃষ্টিতে আসলে ওই বৃদ্ধকে ডেকে নেন নিজ দফতরে।  

জানতে চাইলে বৃদ্ধ তোফায়েল আহম্মেদ জানান, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা হলেও গত ১৫ থেকে ১৬ বছর ধরে যশোরে থেকে বেকারিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

তবে বয়সের ভারে এখন আর কেউ কাজে নেয় না। তাই টাকা রোজগার না করতে পেরে হাত পেতে পেটের ক্ষুধা নিবারণ করেন এবং রাস্তায়ই ঘুমায়ে থাকেন।

পরে যশোর জেলা প্রশাসনের ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে বৃদ্ধ তোফায়েল আহম্মেদের মতামতের ভিত্তিতে বিক্রির জন্য বিস্কুট, চানাচুর, কেক, লাড্ডু, পাউরুটি কিনে দেওয়া হয়। ব্যক্তিগত প্রয়োজন মেটাতে আরও ৫০০ টাকা তাকে দেওয়া হয়। এতে মহাখুশি বৃদ্ধ তোফায়েল আহম্মেদ। ভিক্ষাবৃত্তি ছেড়ে জীবন-যুদ্ধে টিকে থাকতে ব্যবসায় নেমে পড়েন তিনি।

এরআগে, গত ৬ নভেম্বর আসমা খাতুন নামে এক নারীকে সাবলম্বী করার লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দুই হাজার টাকার পাপড় ও পাপড় ভাজার জন্য তেল কিনে দেওয়া হয়। একই দিন ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা বৃদ্ধ রিয়াজুল ইসলামকে ৬ কেজি বাদাম কিনে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক মাজেদুর রহমান খান বাংলানিউজকে বলেন, ভিক্ষুক মুক্তকরণের লক্ষে জেলা প্রশাসন এ ধরণের অসহায় মানুষকে সহযোগিতা করে থাকে। আমরা প্রতিনিয়ত এ ধরণের মানুষদের খোঁজ করি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনার তৎকালীন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ (বর্তমানে নৌ মন্ত্রণালয়ের সচিব) আব্দুস সামাদ খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করার ঘোষণা দিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেন। এরই অংশ হিসেবে, খুলনার ১০ জেলার প্রত্যেকটি উপজেলা পর্যায়েও ভিক্ষুক পুনর্বাসনে প্রশাসন কাজ করে যাচ্ছে। এতে হাজার হাজার ভিক্ষুক সমাজের বোঝা না হয়ে জেলা প্রশাসনের অর্থ সহযোগিতায় অন্য পেশায় গিয়ে সাবলম্বী হয়ে উঠছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।