ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

নাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৫, নভেম্বর ২০, ২০১৭
নাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ কুড়িগ্রাম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও দুই আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মোতালেব হোসেন (৩৫), সোহেল রানা (৩৫) ও সুজন মিয়া (৩০)। নিহত সবার বাড়ি নাগেশ্বরী পৌর এলাকার মাসুল খামার গ্রামে।

সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের ব্যাপারীহাট এলাকার পাতারী মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, সকালে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেলে করে নাগেশ্বরী আসার পথে সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীহাট এলাকার পাতারী মসজিদ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দু'জন এবং নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সোহেল রানার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭/ আপডেট: ১২০৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।