ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সাজেকে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানের গাড়ি খাদে, আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, নভেম্বর ১৯, ২০১৭
সাজেকে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানের গাড়ি খাদে, আহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু’জন আহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে সাজেক থেকে ফেরার পথে হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম এর পরিবারের ছয় সদস্য সাজেক বেড়াতে আসেন।

সারাদিন ঘোরাঘুরি করার পর বিকেলে ফেরার পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

এসময় চেয়ারম্যানের ছেলে তুর্য ও গাড়ির চালক আনার হাওলাদার গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।