ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে কলেজ ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
খাগড়াছড়িতে কলেজ ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে কলেজ ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার/ ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইতি চাকমার (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে গলা কেটে হত্যা করে।

ইতির বাড়ি দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ায়। তার বাবা মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমা।

শহরের আরামবাগ এলাকায় দুলাভাইয়ের ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো সে।

তার দুলাভাই অটল চাকমা জানান, ঘটনার সময় বাসায় একাই ছিলো ইতি। রাত সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে দেখি দরজা খোলা এবং বিছানার ওপর ইতির গলাকাটা মরদেহ পড়ে আছে। প্রতিবেশীদের ডাকলে তারা থানায় খবর দেয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ময়নাদতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, ফেব্রুয়‍ারি ২৮, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ