ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আখাউড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আখাউড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের চাপায় ইধন খাঁ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অাখাউড়া পৌর এলাকার দূর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ দূর্গাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, সন্ধ্যায় দূর্গাপুর এলাকায় একটি মোটরসাইকেল পথচারী ইধন খাঁকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিকে অাটক করেছে। তবে এর আগেই চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ