ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
না’গঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ শিক্ষার্থীদের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ

নারায়ণগঞ্জ: ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ দফতর এ কর্মসূচির আয়োজন করে।

এদিন কর্মসূচির শেষ দিনে শহরের চাষাঢ়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪ ও চাঁদমারীতে অবস্থিত স্বপ্নডানা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ছরোয়ার হোসেন।

সিদ্ধ ডিম বিতরণের সময় ছরোয়ার হোসেন শিক্ষার্থীদের পুষ্টিগুণ সম্পর্কে নানা দিক তুলে ধরেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে পুষ্টির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিদিন তাদের ডিম খাওয়ার পরার্মশ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অনিমা রানী বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার, চাষাঢ়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪-এর পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, চাষাঢ়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪-এর প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ, শিউলী আক্তার, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ