ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

রাঙামাটি: সুন্দরবনবিনাসী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা কমিটি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অনুপম বড়ুয়ার সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়নের সম্পাদক মিশু দে’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি আশিষ দাশগুপ্ত, সাবেক জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া, বাসদ (মাক্সবাদী) জেলার সভাপতি কলিম চাকমা, ছাত্র ফ্রন্ট শহর কমিটির আহ্বায়ক আশাধন চাকমা প্রমুখ।

রামপাল বিদ্যুৎ প্রকল্পকে সর্বনাশা প্রকল্প উল্লেখ করে বক্তারা বলেন, ভূমিগ্রাসী-বনগ্রাসী বাণিজ্যিক এ প্রকল্পের মাধ্যমে সরকার সুন্দরবন ধ্বংসের ষড়যন্ত্র করছে। কিন্তু এ সুন্দরবন ধ্বংস হলে মৎস্যজীবী-বনজীবীসহ ৩৫ লাখ মানুষ তাদের জীবিকা হারাবে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।