ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে বাসচাপায় শিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১১, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
দিনাজপুরে বাসচাপায় শিক্ষক নিহত

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বাসের চাপায় রফিকুল ইসলাম (৪২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শিক্ষক।শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ গতিরোধকের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের মধ্যস্থতায় প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।



নিহত রফিকুল ইসলাম উপজেলার নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে দিনাজপুর শহর থেকে নশিপুরে যাচ্ছিলেন ওই দুই শিক্ষক। নশিপুরের কাছে এলে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। এসময় আহত হন তার সঙ্গী। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।