ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

মাদক বহন ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ১৬ জনের সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, আগস্ট ২২, ২০২৫
মাদক বহন ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ১৬ জনের সাজা

রাজধানীর লালবাগে মাদক সেবন, বহন ও মোবাইল চুরির অপরাধে পৃথক মামলায় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (২২ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৬ জনকে সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

ডিএমপির লালবাগ বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান জানান, কামরাঙ্গীরচর, কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজার ও সূত্রাপুর এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ১৩টি মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের লালবাগ বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে সংক্ষিপ্ত বিচারের জন্য উপস্থাপন করা হয়।

আদালতে মাদক সেবন ও বহনের অপরাধে আসামিদের অপরাধের ধরন ও মাদকের পরিমাণের ভিত্তিতে ১৫ দিন থেকে দেড় বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নারী পথচারীর ব্যাগ থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে ৬ মাস করে এবং বাসায় ঢুকে মোবাইল চুরির অপরাধে আরও দুজনকে যথাক্রমে ৬ মাস ও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপরাধের সত্যতা প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়। বিচার প্রক্রিয়ায় উদ্ধার হওয়া দুটি চোরাই মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়।

ডিসি তালেবুর রহমান জানান, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধসমূহ নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। ফলে ভুক্তভোগীরা দ্রুত ও স্বল্প সময়ে বিচারিক সেবা পাচ্ছেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ডিএমপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।