ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

জাফলংয়ে নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
জাফলংয়ে নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজের তিনদিন পর ধন মিয়া (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার কর‍া হয়। ধন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, পেশায় পাথর শ্রমিক ধন মিয়া পিয়াইন নদীর বালুচরে খুপড়ি ঘর তৈরি করে সপরিবারে থাকতেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ উজানের পাহাড়ি ঢলে তার খুপড়ি ঘর ভেসে যায়। ঢলের কবল থেকে স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারলেও ধন মিয়া নিজেই স্রোতের টানে তলিয়ে যান।

শুক্রবার দুপুরে পিয়াইন নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এনইউ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।