ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বোচাগঞ্জে কষ্টি পাথরের ৩ মূর্তিসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বোচাগঞ্জে কষ্টি পাথরের ৩ মূর্তিসহ আটক ৪

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কষ্টি পাথরের তিনটি বিষ্ণু মূর্তিসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভড়রা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ভড়রা গ্রামের বাসিন্দা জহুরুল হক (৬৭), রতন্দা গ্রামের ভোলা চন্দ্র দাসের ছেলে বাবুল চন্দ্র দাস (৪৭), বাবুল চন্দ্র দাসের ছেলে কান্ত চন্দ্র দাস (২৭) ও গোলাপপুর গ্রামের শক্কুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম (৩৬)।

দিনাজপুর র‌্যাব ক্যাম্পের এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ভড়রা গ্রামে অভিযান চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ ওই চারজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত কষ্টি পাথরের আনুমানিক মূল্য এক কোটি ৫৫ লাখ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।