ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের মূল ফটক উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের মূল ফটক উদ্বোধন অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের মূল ফটক উদ্বোধন করেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ হাওরের অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের নবনির্মিত মূল ফটক উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সংসদ সদস্য এ ফটকের উদ্বোধন করেন। পরে কলেজে বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের সাঈদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ফজলুল হক হায়দারী বাচ্চু, বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মাসুক নাজিম, অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তবা আরিফ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক দেবসহ প্রমুখ।

এর আগে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক অষ্টগ্রাম উপজেলা সদরের একটি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।