ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

খুলনার হাবিব লাইলী স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৮, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
খুলনার হাবিব লাইলী স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী হাবিব লাইলী স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

খুলনা: খুলনায় কাজী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হাবিব লাইলী স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মহানগরীর পশ্চিম টুটপাড়ায় স্কুল প্রাঙ্গনে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের বিভিন্ন বিষয়ের উপর পুরস্কার তোলে দেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।


 

কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী আরিফুর রহমান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি বিভাগ) গিয়াস উদ্দিন, সাবেক সংসদ সদস্য এবং ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মঈন উদ্দিন মিয়াজি,  সাবেক যুগ্ম সচিব এম এ মালেক, সেক্টর কমান্ডারাস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর চেয়ারম্যান আবুল কালম আজাদ ও গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন।

 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক এবিএম আবদুর রহমান ও কাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।  


বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমআরএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।