শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মহানগরীর পশ্চিম টুটপাড়ায় স্কুল প্রাঙ্গনে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের বিভিন্ন বিষয়ের উপর পুরস্কার তোলে দেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী আরিফুর রহমান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি বিভাগ) গিয়াস উদ্দিন, সাবেক সংসদ সদস্য এবং ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মঈন উদ্দিন মিয়াজি, সাবেক যুগ্ম সচিব এম এ মালেক, সেক্টর কমান্ডারাস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর চেয়ারম্যান আবুল কালম আজাদ ও গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক এবিএম আবদুর রহমান ও কাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমআরএম/বিএস