ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রতিবন্ধীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রতিবন্ধীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বিমানবন্দর কাউলা এলাকায় গাড়ির ধাক্কায় মকবুল হোসেন (৪৫) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

মৃত ব্যক্তি পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কুড়িগ্রাম রৌমারী উপজেলার মৃত আফসার মুনশীর ছেলে শারীরিক প্রতিবন্ধী মকবুল এক মাস আগে গ্রাম থেকে ঢাকায় এসে ভিক্ষা করতেন।

 

কাউলা এলাকায় রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় আহত হন মকবুল। কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই মামুনুর রহমান।

বাংলাদেশ সময়: ০৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজেডএস/এমআইএইচ/জেএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।