ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

শেরেবাংলা নগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহনন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
শেরেবাংলা নগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহনন 

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে গলায় ফাঁস দিয়ে আবদুল কাদের (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন। 

বৃহস্পতিবার আগারগাঁও তালতলা মোল্লাপাড়ায় একটি টিনশেড বাড়িতে রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রাত ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মৃত জুলহাস মিয়ার ছেলে আবদুল কাদের তালতলা এলাকায় মা মরিয়ম বেগমের সঙ্গে থাকতেন।

মরিয়ম বেগম জানান, তার ছেলে মানসিক রোগে ভুগছিলেন। তিনি টিনশেড বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।  

ঢামেক পুলিশবক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজেডএস/এমআইএইচ/জেএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।