ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

গফরগাঁওয়ে ১০০ গৃহহীন পরিবার পেল বাড়ির চাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
গফরগাঁওয়ে ১০০ গৃহহীন পরিবার পেল বাড়ির চাবি গফরগাঁওয়ে ১০০ গৃহহীন পরিবার পেল বাড়ির চাবি-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে নির্মিত আলতাফ হোসেন গোলন্দাজ-১ আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১০০টি গৃহহীন পরিবারের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় টাঙ্গাব ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু তাদের হাতে চাবি তুলে দেন।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ৭৭ পদাতিক ব্রিগেডের মেজর রাশেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল প্রমুখ।



চাবি হস্তান্তর অনুষ্ঠানে প‍ুনর্বাসিত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ ও ঋণ দিয়ে স্বাবলম্বী করার কথাও জানান ইউএনও সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু।  

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭ 
এমএএএম/আরআর/জেএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।