ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

গৌরনদীতে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
গৌরনদীতে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

বরিশাল: জেলার গৌরনদীর কসবা নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

নিহত ঊষা রানী শীল (৭৫) উপজেলার রামসিদ্ধি গ্রামের মৃত নিত্য নারায়ণ শীলের স্ত্রী। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রামসিদ্ধি থেকে ঊষা রানী টরকী বন্দরে যাচ্ছিলেন।  

কসবা নামক স্থানে মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে মোটর সাইকেল ফেলে আরোহীরা পালিয়ে যায়।  

গুরুতর আহত অবস্থায় প্রথমে ঊষা রানীকে উদ্ধার করে গৌরনদী ও পরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএস/এমআইএইচ২/জেএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।