ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ঝালকাঠি আইনজীবী সমিতিতে আ’লীগ প্যানেল জয়ী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
ঝালকাঠি আইনজীবী সমিতিতে আ’লীগ প্যানেল জয়ী  ঝালকাঠি আইনজীবী সমিতিতে আ’লীগ প্যানেল জয়ী-ছবি-বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের প্যানেল বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম আলম খান কামাল।

১১টি পদে নির্বাচিতরা হলেন: সভাপতি পদে সাবেক সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, সহ-সভাপতি পদে মো. মনজুর হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. শহিদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক পদে আসম মোস্তাফিজুর রহমান মনু, মো. তরিকুল ইসলাম খোকন, সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভিজিল্যান্স পদে মুন্সি আবুল কালাম আজাদ, সম্পাদক লাইব্রেরি পদে এএইচএম খায়রুল আলম সরফরাজ, সম্পাদক ভর্তি বিভূতিভূষণ রায়, নির্বাহী সদস্য পদে মো. আব্দুল জলিল ও মো. আব্দুল আলীম।

 

বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত সময়ে ১৩৩ জন ভোটারের মধ্যে ১০২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএস/আরআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।