ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

সিংগাইরে ৩ ইটভাটা উচ্ছেদসহ ১৫ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সিংগাইরে ৩ ইটভাটা উচ্ছেদসহ ১৫ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে তিনটি ইটভাটাকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও ভাটাগুলোকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোসাদ্দেক মেহদী ইমামের নেতৃত্বে পুলিশ, ৠাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ সমিতির সমন্বয়ে গঠিত একটি দল এ ‍অভিযান পরিচালনা করে।

সিংগাইরের চান্দহরে অবস্থিত মেসার্স এমভিএম অ্যান্ড কোং ও মেসার্স মোল্লা ব্রিকস (ইউনিট-২) এবং আটিপাড়া গ্রামে অবস্থিত মেসার্স বিবিএল অ্যান্ড কোং নামের তিনটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানের সময় মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব তুহিন আলম।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ইটভাটা তিনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইটভাটাগুলোর চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। এছাড়া ২টি এক্সকাবেটর ব্যবহার করে ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়।

তিনটি ইটভাটাই পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র ও জেলা প্রশাসক থেকে ইট পোড়ানো লাইসেন্স না নিয়ে পরিচালনা করা হচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।