ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে যুবক গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
রাজধানীতে যুবক গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর মোহাম্মপুরে মো. রাজন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছ্নে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোডের পপুলার বিস্কুট ফ্যাক্টরি গলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

রাজন সিসি ক্যামেরা ব্যবসায়ী। তিনি মোহাম্মদপুরের শেরশাহ রোড এলাকায় থাকেন। তার ফেন্ডস কমিউনিটিকেশন সিসি ক্যামের‍ার প্রতিষ্ঠান রয়েছে।

রাজনের বন্ধু দিপু বাংলানিউজকে জানান, রাজন রাতে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি শাহজাহান রোড পপুলার বিস্কুট ফ্যাক্টরি গলি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা গুলি করে। গুলি রাজনের অণ্ডকোষের নিচে লাগে।  

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে জানান, রাজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭ 

এজেএস/এমএফআই/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।