ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহ জেলা পুলিশের অনলাইন সার্ভিস চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ময়মনসিংহ জেলা পুলিশের অনলাইন সার্ভিস চালু ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলায় পুলিশের অনলাইন সার্ভিস সেবা চালু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে ময়মনসিংহের ভালুকার ওসি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাঁর হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি।

ডিআইজি আব্দুল্লাহ আল মামুন বলেন, এই অনলাইন সার্ভিস সেবার মাধ্যমে মামলার রির্পোট দ্রুত হাতে পাবে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভুইয়া, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, রেঞ্জের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) ওসি ইমারত হোসেন গাজীসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।