ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

বদরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভবন উদ্বোধন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বদরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভবন উদ্বোধন বদরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভবন উদ্বোধন

রংপুর: রংপুরের বদরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা ও প্রকল্পের নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভ‍া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, সহকারী কমিশনার (ভ‍ূমি) আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য ওবায়দুল হক চৌধুরী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের বদরগঞ্জ সমন্বয়কারী আতিকুর রহমান, বদরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের নিজস্ব ভবন উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার রায়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ